কুমিল্লার
লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া শাক্যমুনি বিহারের যুব
পরিষদের উদ্যোগে সংঘরক্ষিত মহাথের স্মৃতি পরিষদের আয়োজনে মেধাবীদের
সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি বিহার
প্রাঙ্গনে এ প্লাস প্রাপ্ত প্রমিত বড়ুয়া ও প্রিয়ান্তি বড়ুয়া ২ জনকে
সংবর্ধনার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া
হয়। পরে বিহার কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব সিংহের কন্যা অদিতা সিংহ উচ্চ
শিক্ষায় অস্ট্রেলিয়া গমনকারী হিসেবে সংবর্ধিত হন।
কুমিল্লা - নোয়াখালী
ভিক্ষু সমিতির সভাপতি ও আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ
শ্রীমৎ জিনানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংঘরক্ষিত
স্মৃতি পরিষদের সভাপতি ড. প্রিয়দর্শী মহাথের। আর্শীবাদক ছিলেন বিহারাধ্যক্ষ
শ্রীমৎ প্রজ্ঞাদীপ্ত থেরো। জ্যোতি: পাল মহাথের অরফানেজ উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক বাবু দীপংকর সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সংঘরক্ষিত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও আলীশ্বর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহা, বাবু শ্যামল সিংহ, সুরসেন সিংহ,
প্রিয়লাল সিংহ, সিদ্ধার্থ সিংহ তুহিন, তাপস সিংহ। উপস্থিত ছিলেন জহর লাল
সিংহ,মানিক সিংহ, সত্যজিৎ সিংহ,তড়িৎ সিংহ প্রমুখ।
