শনিবার ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২
আগের রূপে ফিরল হাদির গ্রাফিতি
আবু সাঈদ
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম |


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখার দেয়ালে আঁকা হাদির গ্রাফিতি ফিরিয়ে আনা হয়েছে আগের রূপে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে ওসমান হাদির গ্রাফিতিটি পুনঃসংস্কার করেন ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার সাবেক শিক্ষার্থী ও বর্তমান নোয়াখালী সরকারি কলেজে একাউন্টিং বিভাগে  অধ্যায়নরত শিক্ষার্থী অরণ্য আহমেদ।ইতিপূর্বে তিনিই গ্রাফিতিটি অঙ্কন করেছিলেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখার দেয়ালে আঁকা শহীদ উসমান বীন হাদির গ্রাফিতিতে কালো রং ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা, এতে সমালোচনার ঝড় ওঠে সারা দেশজুরে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং হাদি হত্যার বিচার চান।
ওসমান হাদির গ্রাফিটি অংকনকারী অরণ্য আহমেদ জানান, গত বছর ২৭ ডিসেম্বর তিনি ওসমান হাদির গ্রাফিতিটি অঙ্কন করেন,সে রাতেই দুর্বৃত্তরা কালো রং ছিটিয়ে গ্রাফিতিটি নষ্ট করে দেয়, যার ফলে ২৮ তারিখ তিনি পূর্ণাঙ্গ গ্রাফিতিটি অঙ্কন করেন। কিন্তু ২৯ ডিসেম্বর আবারো দুর্বৃত্তরা এই গ্রাফীতিটি কালো রং ছিটিয়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে  তিনি জানান এমন কিছু ঘটতে পারে আগেই আশঙ্কা করেছিলেন।  এবং নতুন উদ্যমে আবার গ্রাফিতিটি অংকন করার সিদ্ধান্ত নেন। এবং কারো সাহায্য ছাড়াই একাজে হাত দেন।
তার এই মহৎ উদ্যোগকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ  স্বাগত জানায় এবং দ্রুত হাদি হত্যার বিচার পাবার আশাবাদ ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার একই পরিবারের তিনজনের প্রাণহানী
নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী
ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহাগ মেম্বার গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থিতা ফিরে ফেলেন সামিরা আজিম দোলাসহ কুমিল্লার আরও দুই প্রার্থী
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২