কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখার দেয়ালে আঁকা হাদির গ্রাফিতি ফিরিয়ে আনা হয়েছে আগের রূপে।
শুক্রবার
(১৬ জানুয়ারি) ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে ওসমান হাদির
গ্রাফিতিটি পুনঃসংস্কার করেন ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার সাবেক
শিক্ষার্থী ও বর্তমান নোয়াখালী সরকারি কলেজে একাউন্টিং বিভাগে অধ্যায়নরত
শিক্ষার্থী অরণ্য আহমেদ।ইতিপূর্বে তিনিই গ্রাফিতিটি অঙ্কন করেছিলেন।
এর
আগে গত ২৯ ডিসেম্বর ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখার দেয়ালে আঁকা শহীদ
উসমান বীন হাদির গ্রাফিতিতে কালো রং ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা, এতে সমালোচনার
ঝড় ওঠে সারা দেশজুরে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং হাদি
হত্যার বিচার চান।
ওসমান হাদির গ্রাফিটি অংকনকারী অরণ্য আহমেদ জানান, গত
বছর ২৭ ডিসেম্বর তিনি ওসমান হাদির গ্রাফিতিটি অঙ্কন করেন,সে রাতেই
দুর্বৃত্তরা কালো রং ছিটিয়ে গ্রাফিতিটি নষ্ট করে দেয়, যার ফলে ২৮ তারিখ
তিনি পূর্ণাঙ্গ গ্রাফিতিটি অঙ্কন করেন। কিন্তু ২৯ ডিসেম্বর আবারো
দুর্বৃত্তরা এই গ্রাফীতিটি কালো রং ছিটিয়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় দুঃখ
প্রকাশ করে তিনি জানান এমন কিছু ঘটতে পারে আগেই আশঙ্কা করেছিলেন। এবং
নতুন উদ্যমে আবার গ্রাফিতিটি অংকন করার সিদ্ধান্ত নেন। এবং কারো সাহায্য
ছাড়াই একাজে হাত দেন।
তার এই মহৎ উদ্যোগকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাগত জানায় এবং দ্রুত হাদি হত্যার বিচার পাবার আশাবাদ ব্যক্ত করেন।
