মাছ-মাংসে
দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই বললেই চলে। অন্যান্য নিত্যপণ্যের
দামেও স্বস্তি নেই। তবে এর মধ্যে সামান্য ভালো খবর, এ সপ্তাহে কিছুটা কমেছে
ডিমের দাম।
শুক্রবার (১৬ জানুয়ারি) পুরান ঢাকার বিভিন্ন বাজার ঘুরে
দেখা গেছে, প্রতিকেজি টমেটো ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বাজার ও
মানভেদে শিমের কেজি ৩০-৪৫ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ৪০ থেকে ৫০ টাকা।
প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। বেগুন পাওয়া যাচ্ছে ৪০-৬০ টাকা
কেজিতে। গত সপ্তাহের মতো মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে
২০-৩০ টাকায়। শালগম ও পেঁপে কেজিপ্রতি ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্রোকলি
৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের বাইরে থাকা কিছু সবজির দাম ৭০-৮০
টাকা। পটোল, করলা ও ঢ্যাঁড়স এই দামে মিলছে।
বর্তমানে ফার্মের মুরগির
ডিম ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও যা ছিল ১২০ টাকা। এছাড়াও
সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায়
মিলছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালে শাকসবজি ও দেশি মাছের সরবরাহ বাড়ায়
ডিমের ওপর চাপ কমে যায়। ফলে দামও কিছুটা কমেছে। পাইকারি বাজারে প্রতিটি
ডিমের দাম বর্তমানে আট টাকার নিচে নেমে এসেছে।
তবে গত সপ্তাহ থেকে এ
পর্যন্ত মাংসের বাজার একই রয়েছে। গরুর মাংস ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে। যা
গত সপ্তাহেও একই ছিল। মুরগির মাংসের দামেও পরিবর্তন নেই।
এছাড়াও
পরিবর্তন নেই মাছ বাজারে। বড় জাতের রুই মাছ কেজিপ্রতি ৪০০ টাকা, পাঙাশ ১৮০
থেকে ২০০ টাকা, হাইব্রিড কৈ মাছ ১৮০ থেকে ২০০ করে বিক্রি হচ্ছে। তবে
বরাবরের মতো নাগালের বাইরে দেশি মাছের দাম। প্রতিকেজি দেশি শোল মাছ বিক্রি
হচ্ছে ১ হাজার ২০০ টাকা করে। দেশি কৈ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
বর্তমানে
বোতলজাত সয়াবিন তেল লিটার ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৯০ টাকা, কৌটাজাত ঘি
১ হাজার ৪৫০-১ হাজার ৫৫০ টাকা, খোলা ঘি ১ হাজার ২৫০ টাকা, প্যাকেটজাত চিনি
১১০ টাকা, খোলা চিনি ৯৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৩০ টাকা, আটা দুই
কেজির প্যাকেট ১২০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি
হচ্ছে। এছাড়া এলাচ ৪ হাজার ৭৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ২৮০
টাকা, সাদা গোল মরিচ ১ হাজার ৩৫০ টাকা ও কালো গোল মরিচ ১ হাজার ১৮০ টাকা
কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি প্যাকেট পোলাও চাল ১৫৫ টাকা, খোলা
পোলাও চাল মানভেদে ৯০-১৩০ টাকা, ছোট মসুর ডাল ১৫৫ টাকা, মোটা মসুর ডাল ৯০
টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারি ডাল ১০০ টাকা,
বুটের ডাল ১১৫ টাকা, ছোলা ১১০ টাকা, মাষকলাই ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি
হচ্ছে।
