
কোপা
দেল রের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা গতবারের ফাইনালে
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেয়েছিল। এবার লস ব্লাঙ্কোসরা অঘটন
ঘটিয়ে দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে নিজেদের কাজটা
ঠিকঠাক করে চলেছে কাতালানরা। প্রতিপক্ষ রেসিংয়ের মাঠ থেকে ২-০ ব্যবধানে
জিতে বার্সা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
যদিও কোপা দেল রের শেষ
ষোলোর ম্যাচটিতে প্রথমার্ধে বিবর্ণ ছিল হ্যান্সি ফ্লিকের দল। কিছুটা গা
নাড়া দিয়ে তারা দ্বিতীয়ার্ধে দুটি গোল পায় ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল। এ
নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল বার্সেলোনা। এর আগেও
স্প্যানিশ চ্যাম্পিয়নরা টানা ১১ জয়ের কীর্তি গড়েছিল চারবার। তবে ২০০৫-০৬
মৌসুমে বার্সা সর্বোচ্চ ১৮ ম্যাচ টানা জিতেছিল।
৭৭ শতাংশ পজেশন রেখে
বার্সা ১৭টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে রেসিংয়ের ৬ শটের
তিনটি লক্ষ্যে ছিল। এদিন ম্যাচটি ১৫ মিনিট দেরিতে শুরু হয় নিরাপত্তাজনিত
কারণে। সুপারকোপা ফাইনালে রিয়ালের কাছ থেকে ‘গার্ড অব অনার’ না পেলেও রেসিং
ক্লাব সেই সম্মান দিয়েছে বার্সাকে। খেলার শুরুতে একাধিকবার সফরকারীদের
চ্যালেঞ্জ জানায় রেসিং। যদিও তাদের আক্রমণ থেমেছে বার্সা গোলরক্ষক হুয়ান
গার্সিয়ার হাতে। বিপরীতে, ফ্লিকের শিষ্যরা বিরতির আগে সেভাবে বলার মতো
সুযোগ তৈরি করতে পারেনি।
ডেডলক ভাঙার চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরুতেই
মরিয়া হয়ে বার্সা। দ্বিতীয় মিনিটেই ইয়ামালের নেওয়া শট বেরিয়ে যায় গোলপোস্ট
ঘেঁষে। এরপর মার্কাস রাশফোর্ডের একটি শট রেসিং গোলরক্ষক ব্যর্থ করে দেওয়ার
পর আরেকটি লক্ষ্যে রাখতে পারেননি। ফার্মিন লোপেজের কাছ থেকে বল পেয়ে ৬৬
মিনিটে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড
তোরেস। রবার্ট লেভান্ডফস্কি, রাফিনিয়া, পেদ্রিরা বদলি নামলে বার্সার আরও
কয়েকটি সুযোগ তৈরি হয়।
যোগ করা সময়ে রেসিং বড় সুযোগ হাতছাড়া করে। পঞ্চম
মিনিটেই ব্যবধান বাড়ায় বার্সা। রাফিনিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছের
পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল। রেফারি শেষ বাঁশি বাজাতেই তাদের কোয়ার্টার
ফাইনাল নিশ্চিত হয়ে যায়। আগামী রোববার বার্সা পরের ম্যাচে লা লিগায় লড়বে
রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।
