নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগরীকে সম্প্রসারিত করতে হবে জানিয়ে কুমিল্লা সদর
আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী
বলেছেন, কুমিল্লা শহরের রাস্তাঘাট বড় করতে হবে। রাস্তাঘাট ডাইভার্ট করতে
হবে। এর জন্য আমার সিদ্ধান্ত কুমিল্লা শহর বাড়াতে হবে।
তিনি বলেন,
কুমিল্লা শহরে এই মুহুর্তে কমপক্ষে দুই/তিনজন আছেন মেয়র নির্বাচন করবেন।
শুনছি- মহানগর বিএনপির সভাপতি আবু (উদবাতুল বারী) মেয়র প্রার্থী হবেন,
ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সাক্কু ভাই (মনিরুল হক) আর করবেন না; রাজনীতিবিদদের ‘বিশ^াস’ করা যায় না। রাজনীতিবীদ সোজা হয় ইলেকশন আসলে।
গতকাল
রাতে কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রয়াত
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান
অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, কথা
হচ্ছে- আরো অনেকেই ইলেকশন করতে পারেন। আমরা ভোট দেবো- তাদের কেউ মেয়র হবেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে কুমিল্লার উন্নয়ন। ১৭৫ বছরের পৌরসভার কোনো পরিকল্পিত
উন্নয়ন হয়নি। কুমিল্লার পরিকল্পিত উন্নয়ন করতে হবে।
