বিএনপির
চেয়াপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ‘রাজনীতিতে জুনিয়র’ এমন
মন্তব্য করেননি বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী ও কুমিল্লা সদর আসনের ৫ বারের
সাবেক এমপি আকবর হোসেনের পুত্র বিএনপি নেতা ইসমাইল হোসেন সায়মন। এ নিয়ে
কুমিল্লাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
সায়মন বলেন,
‘আমি ইসমাইল হোসেন সাইমন আমার পিতা মরহুম কর্নেল আকবর হোসেন কুমিল্লার
একাধিক বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। আমি বিগত ওয়ান ইলেভেন সরকারের
সময় দীর্ঘ সময় কারাবরণ করেছি এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে
একটি মামলায় এবং মরহুম আরাফাত রহমান কোকোর সাথে একটি মামলায় আসামি হয়ে
দীর্ঘদিন স্বদেশ থেকে দূরে সরে ছিলাম। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির একজন কর্মী হিসেবে কুমিল্লায় ধানের শীসের পক্ষে কাজ করছি। গতকাল
একটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে একটি অপপ্রচার করেছে যে আমি শ্রদ্ধেয়
ইয়াসিন কাকা সম্পর্কে রাজনীতিতে জুনিয়র বলে মন্তব্য করেছি। সেটা সম্পূর্ণ
ভিত্তিহীন এবং অপপ্রচার। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি।
সেই সাথে বলতে চাই ইয়াসিন কাকা আমার মুরুব্বী এবং আমার বাবার সাথে রাজনীতি
করা মানুষ তাকে নিয়ে কোন কুরুচিপূর্ণ বক্তব্য আমি কখনো দেই নাই এবং আমার
পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি কোন ব্যক্তির জন্য নই আমি ধানের শীষের একজন
ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করছি। তাই কুমিল্লাবাসীকে এই সমস্ত বক্তব্যে
বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ’
