রণবীর ঘোষ কিংকর।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন
এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.
রেদোয়ান আহমেদ। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার বড় গোবিন্দপুর
বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন
তিনি।
এর আগে দুপুর থেকে দিন ব্যাপী উপজেলা সদরের মহারং, ছায়কোট এলাকায়
ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার
বিভিন্ন সমস্যা ও জনদাবির কথা শোনেন। এসময় তিনি দেশ ও জনগণের কল্যাণে
বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এবং পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া তিনি দলের
নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক
যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা অধ্যাপক গিয়াস
উদ্দিন ভূইয়া, মো. শাহ আলম, ব্যাংকার আবদুস ছালাম, আক্তারুজ্জামান ভূইয়া,
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, রাজীব আহম্মেদ
ভূইয়া, মো. আলী মেম্বার, সোহেল খান, সাজ্জাদ হোসেন প্রমুখ।
