কুমিল্লার হোমনায় "হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মো. মহরম আলী (৮২) চির নিন্দ্রায় শায়িত হয়েছেন।
তিনি
১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মস্থলের প্রিয় প্রাঙ্গণ
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে নিজ বাড়ি
বাঞ্ছারামপুরের রাধানগর কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের
জানাজায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে ঢাকা এপিবিএন'র
অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, হোমনা থানার ও.সি মোরশেদুল আলম চৌধুরী,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর, উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপি'র সভাপতি সানাউল্লাহ
সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম-আহ্বায়ক আলমগীর সরকার, হানিফ মিয়া, পৌর বিএনপি'র সাবেক সাধারণ
সম্পাদক শাহ আলম সরকার, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা
প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মনিরুল
ইসলাম, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম,
সহকর্মী যুগল কিশোর ভৌমিক, আবদুর রহমান, প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন ও
মো. হুমায়ুন কবির, হোমনা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাফেজ মো.
ইব্রাহিম, বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, সাবেক শিক্ষক
মো. মোকবুল হোসেন, মরহুমের ভাতিজা সহকারী শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
হোমনা থানার প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেনের সঞ্চালনায় শিক্ষক, সহকর্মী, ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী জানাজায় অংশ গ্রহণ করেন।
মৃত্যুকালে
তিনি স্ত্রী, ৩ছেলে, ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭২-২০১০
সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর সততা, নিষ্ঠা, আদর্শ ও সুনামের সঙ্গে শিক্ষকতা
করেছেন এবং তার শিক্ষায় অসংখ্য সুশিক্ষিত নাগরিক দেশের বিভিন্ন দপ্তরে ও
প্রবাসে চাকুরী করছেন।
