কুমিল্লা-৩
(মুরাদনগর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা ইউসুফ সোহেল
নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী
তিনি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ভোটারদের দ্বারে
দ্বারে যান এবং ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এদিন সকাল
থেকে শুরু করে রগুরামপুর, সিংহারিয়া, মোচাগড়া, ছিলমপুর, ভবানীপুর ও
শোলাপুকুরিয়া গ্রামে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় তিনি বিভিন্ন
বাজারের দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে
বিভিন্ন পথসভায় ইউসুফ সোহেল বলেন, “বিগত ৫৩ বছরেও এই এলাকায় আশানুরূপ কোনো
উন্নয়ন হয়নি। মানুষ অবহেলিত রয়ে গেছে। আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি
ও চাঁদাবাজমুক্ত একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।
ইনসাফ কায়েমের লক্ষ্যে আপনারা অন্তত একবারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায়
ভোট দিয়ে জামায়াতকে জনগণের সেবা করার সুযোগ দিন।”
নির্বাচনী এই
প্রচারণায় প্রার্থীর সাথে প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদের
মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর
খান, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোমেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির
সভাপতি আবু ইউসুফ খান, জামায়াতের রুকন কাজী শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ
ফেডারেশনের ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, ইসলামী ছাত্র শিবির কোম্পানীগঞ্জ
ডিগ্রি কলেজ শাখার সেক্রেটারি ইব্রাহীম খলিল এবং দেবীদ্বার সুজাত আলী
সরকারি কলেজ শাখার সেক্রেটারি ইমন খান প্রমুখ।
পথসভাগুলোতে সাধারণ
ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা ভোটারদের
উদ্দেশ্যে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন
নিশ্চিত করার আহ্বান জানায়।
