কবির হোসেন,তিতাসঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
দলীয় সুত্রে জানা যায় ১৭ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
স্ব-স্ব ইউনিয়ন বিএনপি সভাপতিগণ অনুষ্ঠেয় দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন বলে নিশ্চিত করেছেন তিতাস উপজেলা বিএনপি সভাপতি মো.ওসমান গনি ভূইয়া। তবে অনুষ্ঠেয় দোয়া মাহফিলে কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন? এমন প্রশ্নে সভাপতি ওসমান গনি ভূইয়া বলেন,এবিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
এদিকে প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়াতে ইউনিয়ন নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
