শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২
‘মহাসড়কের সব অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ’
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম |



মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সব ধরনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিসেম্বর-২০২৫ এর মাসিক পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়। 
মাঠপর্যায়ের সব কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীল থেকে কাজ করতে হবে। সবাইকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে অটল থাকতে হবে।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য জনমুখী পুলিশিং নিশ্চিতে কাজ করতে হবে। মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা সেবা নিতে আসবেন, তাদের সঠিকভাবে ও আন্তরিকতার সঙ্গে আইনগত সহায়তা দিতে হবে। মহাসড়কে থ্রি-হুইলারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বেপরোয়া গতিতে চলাচল করা যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। 
সভায় শুরুতেই অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম নভেম্বর ও ডিসেম্বর-২০২৫ এবং ডিসেম্বর-২০২৪-এর খাতওয়ারি ট্র্যাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রিজিয়নাল, অতিরিক্ত পুলিশ সুপার ও সব থানা,ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ, সমন্বয়কের দায়িত্ব পেলেন হাজী ইয়াছিন
কুমিল্লায় আসছেন তারেক রহমান
দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
ঋণ পরিশোধ করেছেন মঞ্জুরুল মুন্সী, মামলা নিষ্পত্তির নির্দেশ
ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২