
৫৪তম
শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট (বালিকা)
ইভেন্টে কুমিল্লা জেলায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা
করিম বক্স হাইস্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলার হোচ্চামিয়া
উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ নবাব
ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়কে ১৮ রানে হারিয়ে শিরোপা অর্জন করে
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মেয়েরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে
নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে চান্দলা করিম
বক্স হাই স্কুল এন্ড কলেজ বালিকা দল। জয়ের জন্য ৬২ রানের লক্ষ্য নিয়ে মাঠে
নামা নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৬ ওভারে ৪৩ রান তুলতে
সক্ষম হয়। চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের হয়ে সর্বোচ্চ ১৮ রান ও
১ উইকেট নিয়ে ম্যান প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয় ১০ম শ্রেণির
শিক্ষার্থী সামিয়া আক্তার। এ জয়ের ফলে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড
কলেজ কুমিল্লা জেলার হয়ে অঞ্চল পর্যায়ে প্রতিনিধিত্ব করবে। শিক্ষার্থীদের
সাফল্যে নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুইয়া বলেন, মেয়েদের
এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট
সবাইকে ধন্যবাদ।দলের ম্যানেজার ও সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন,
ছাত্রীরা এখন নিয়মিত অনুশীলন করছে। এ সাফল্য তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি
করবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, মেয়েদের
ক্রিকেটে এমন সাফল্যের খবর অত্যন্ত আনন্দের। বিজয়ী দলসহ যাদের অবদান রয়েছে
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মেয়েদের খেলাধুলার উন্নয়নে উপজেলা প্রশাসন
সবসময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।
