মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২
ঔষধ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বুড়িচংয়ে ৭ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
গাজী জাহাঙ্গীর আলম জাবির।।
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম আপডেট: ১৩.০১.২০২৬ ২:০১ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ঔষধের দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুমোদনহীন ঔষধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় হাজী মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই আইনের ধারায় বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হরিপদ হোমিওপ্যাথিক হলকে ৩ হাজার টাকা, সততা মেডিকেলকে ৪ হাজার টাকা, নিউ ফার্মেসিকে ৩ হাজার টাকা, তানভীর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং লাইফ কেয়ার ফার্মাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি মেডিকেল হলকে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে জনস্বার্থ রক্ষায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
অভিযানে কুমিল্লা ঔষধ অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং বুড়িচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গরু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পিতাকে পিটিয়ে হত্যা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
বুড়িচংয়ে ৭ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
কুমিল্লা-৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার আরো তিনজন
হাজী ইয়াছিন কাকা রাজনীতিতে জুনিয়র এমন কথা বলিনি -সায়মন
বুড়িচংয়ে চাচাতো ভাইয়ের হামলায়অন্তঃসত্ত্বা বোন নিহত
লালমাই পাহাড়ে পর্যটন উন্নয়ন হলে বদলে যাবে কুমিল্লার অর্থনীতি-কাজী দ্বীন মোহাম্মাদ
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২