কুমিল্লায়
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক
প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১ঘটিকায় অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি
কাজী নাজিয়া হক। শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক বাংলা বিভাগের প্রভাষক মীর
মোঃ সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক
আহমেদসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক ও
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোছাম্মৎ মমতা আক্তার ও ইংরেজি বিভাগের
প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ।
অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল
সাজে সাজানো হয়। এতে দর্শক সারিতে বসে শিক্ষক-শিক্ষার্থী,
কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠান উপভোগ করেন।
প্রধান
অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কাজী নাজিয়া হক বলেন,
লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মেধা ও
মননকে বিকশিত করে। তাছাড়াও দৈহিক ও আত্মিক সুস্থতায় ক্রীড়া ও সংস্কৃতি
চর্চার বিকল্প নেই। তাই অবসরে অলস সময় না কাটিয়ে মাঠে খেলাধুলা ও সংস্কৃতি
চর্চার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন-
অবসরে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির চর্চা মানুষকে শারীরিক এবং মানসিক
সুস্থতা দান করে।
এ বিষয়টি অভিভাবকদের সচেতন থাকতে হবে। এতে উচ্চ
মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স শাখার শিক্ষার্থীদের জন্য ৪৩টি ইভেন্টে প্রথম,
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য মোট ১৬০টি পুরস্কারের ব্যবস্থা
রয়েছে। শিক্ষার্থীদের জন্য দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি,
আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, হামদ-নাত, নৃত্য ও যেমন খুশি তেমন
সাজসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন রয়েছে। অপরদিকে শিক্ষকদের গোলক
নিক্ষেপ, শিক্ষিকাদের পিলোপাসিং ও কর্মচারীদের জন্য আছে বাস্কেটবল
প্রতিযোগিতা। এখানেও চারটি ইভেন্টে মোট ১৮ জনকে পুরস্কার দেয়া হবে। ১১,১২ ও
১৩ টানা তিন দিন খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতি প্রতিযোগিতা রয়েছে। আগামী
১৩ জানুয়ারি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী
অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হবে।
