সোমবার ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপর হামলা
বশিরুল ইসলাম:
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ১২.০১.২০২৬ ২:০৭ এএম |


 কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের  কর্মকর্তার উপর হামলা কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাব রক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা টমছম ব্রীজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই অফিসের স্টাফ অফিস সহায়ক আনোয়ার হোসেন ও তার পুত্র আরিফুল ইসলাম। 
পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাবরক্ষক  বাছির আহমেদ অভিযোগ করে বলেন, গত এক বছরেরও অধিক সময় ধরে আরিফুল ইসলাম আমার স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ন লেখা সম্বলিত মন্তব্য করে পোস্ট করে আসছে। বিষয়টি আমার স্ত্রী দেখে বিব্রত ও আতংকিত হয়ে মান সম্মানের ভয়ে আমাকে না জানিয়ে তাকে বিষয়টি নিয়ে সতর্ক করে। এরই প্রেক্ষিতে আরিফ আর এই রকম পোস্ট করবে বলে আমার স্ত্রীর নিকট থেকে টাকা ও স্বর্ণলংকার নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবারো সে আমার পুত্রকে মেরে ফেলবে এবং আমাকে মেরে ফেলবে এই রকম হুমকি দিয়ে আমার স্ত্রীকে আবারো আতংকিত করে। তখন বিষয়টি আমাকে জানালে আমি বিষয়টি আমার অফিসকে অবহিত করি এবং অফিস বিষয়টি নিয়ে বসলে সে অফিসের কাহারো কোন কথা শুনে না বরং উল্টো ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার স্ত্রীর উপর হামলা চালায়। উক্ত ঘটনায় আমি কুমিল্লা কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। সদর হাসপাতালে চিকিৎসা শেষে আমি থানায় অভিযোগ দায়ের করবো।  হামলায় তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। এসময় তার স্ত্রী সাথে থাকায় তার স্ত্রীকেও শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে।  এসময় তার স্ত্রী মোসা: মাহিয়া ভুইয়া জানান, আমাকে আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দিবে, আমার ছেলেকে মেরে ফেলবে এরকম নানা হুমকি দিয়ে আসছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা জানে কিন্তু কোন সমাধান হয়নি। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য লিখে আমাকে সামাজিকভাবে সম্মানহানি করে আসছে। 
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আশরাফুজ্জামান খাঁন জানান, সহকারী হিসাবরক্ষক  বাছির আহমেদের উপর হামলার খবর জেনেছি। বিষয় জানার সাথে সাথে আমি বলেছি তিনি যেন তার দপ্তর প্রধানকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। এর আগেও তাদের এই বিষয়টি নিয়ে আমরা অফিসে বসেছি কিন্তু বিষয়টি কোনভাবে সমাধানে করতে পারছিনা। আমরা আবারো বসবো এবং সমাধানের চেষ্টা করবো। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একমাসে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ জনের প্রাণ
কুমিল্লা নারী ও শিশু অধিকার ফোরাম, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
চুরি-দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের- হাসনাত আবদুল্লাহ
খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে - কাজী নাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
কাগজে-কলমে ওষুধ থাকলেও বাস্তবে নেই
সবাই সচেতন হলে এদেশে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না
লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি, ট্রাক্টর জব্দ
উদ্বোধন বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে- দ্বীন মোহাম্মাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২