কুমিল্লা
পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাব রক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল
রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা টমছম ব্রীজ এলাকায় এই হামলার ঘটনা
ঘটে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই অফিসের স্টাফ অফিস সহায়ক আনোয়ার হোসেন ও
তার পুত্র আরিফুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী হিসাবরক্ষক বাছির
আহমেদ অভিযোগ করে বলেন, গত এক বছরেরও অধিক সময় ধরে আরিফুল ইসলাম আমার
স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ন লেখা সম্বলিত
মন্তব্য করে পোস্ট করে আসছে। বিষয়টি আমার স্ত্রী দেখে বিব্রত ও আতংকিত হয়ে
মান সম্মানের ভয়ে আমাকে না জানিয়ে তাকে বিষয়টি নিয়ে সতর্ক করে। এরই
প্রেক্ষিতে আরিফ আর এই রকম পোস্ট করবে বলে আমার স্ত্রীর নিকট থেকে টাকা ও
স্বর্ণলংকার নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবারো সে আমার পুত্রকে মেরে ফেলবে
এবং আমাকে মেরে ফেলবে এই রকম হুমকি দিয়ে আমার স্ত্রীকে আবারো আতংকিত করে।
তখন বিষয়টি আমাকে জানালে আমি বিষয়টি আমার অফিসকে অবহিত করি এবং অফিস বিষয়টি
নিয়ে বসলে সে অফিসের কাহারো কোন কথা শুনে না বরং উল্টো ক্ষিপ্ত হয়ে আমাকে
এবং আমার স্ত্রীর উপর হামলা চালায়। উক্ত ঘটনায় আমি কুমিল্লা কোতয়ালি থানায়
একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। সদর হাসপাতালে চিকিৎসা শেষে আমি
থানায় অভিযোগ দায়ের করবো। হামলায় তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। এসময় তার
স্ত্রী সাথে থাকায় তার স্ত্রীকেও শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে। এসময়
তার স্ত্রী মোসা: মাহিয়া ভুইয়া জানান, আমাকে আমার স্বামীকে পুলিশে ধরিয়ে
দিবে, আমার ছেলেকে মেরে ফেলবে এরকম নানা হুমকি দিয়ে আসছে। বিষয়টি পানি
উন্নয়ন বোর্ডের অফিসাররা জানে কিন্তু কোন সমাধান হয়নি। তাছাড়াও সামাজিক
যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য লিখে আমাকে সামাজিকভাবে
সম্মানহানি করে আসছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী
আশরাফুজ্জামান খাঁন জানান, সহকারী হিসাবরক্ষক বাছির আহমেদের উপর হামলার
খবর জেনেছি। বিষয় জানার সাথে সাথে আমি বলেছি তিনি যেন তার দপ্তর প্রধানকে
বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। এর আগেও তাদের এই বিষয়টি
নিয়ে আমরা অফিসে বসেছি কিন্তু বিষয়টি কোনভাবে সমাধানে করতে পারছিনা। আমরা
আবারো বসবো এবং সমাধানের চেষ্টা করবো।
