সরকারি
নিষেধাজ্ঞা অমান্যকরে তিন ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধে কঠোর অবস্থানে
রয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্টের আদেশ
অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার ঘটনায় বিজয়পুর ইউনিয়নের মধ্যম
বিজয়পুর উত্তরপাড়া এলাকার জেলখানা বাড়ি সড়কের পাশে গতকাল রবিবার (১১
জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা
করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব
তালুকদার।
সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেল ৪ ঘটিকার সময়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর উত্তরপাড়া
এলাকার জেলখানা বাড়ি সড়কের পাশে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটার ঘটনায়
অভিযুক্ত লালমাই উপজেলার বাগমারা এলাকার ছমির উদ্দিনের পুত্র মো. সাইফুল
ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় আনসার বাহিনীর সদস্যরা
উপস্থিত ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন
চন্দ্র রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রীর
সাথে জড়িত ব্যক্তি ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি
ট্রাক্টর এবং পিকআপ উপজেলার যেখানেই পাওয়া যাবে সেখানেই জব্দ করা হবে এবং
জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, কোনোভাবেই তিন ফসলী
জমির টপ সয়েল বিক্রীর সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।
