প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা গ্রামে অবৈধভাবে কৃষিজমির
মাটি কাটার অপরাধে ব্যবহৃত ০১টি ট্রাক্টর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) শাহীন আক্তার শিফা।
ইটভাটার মালিকদের অতিরিক্ত মুনাফার লোভে
স্থানীয় রাজনৈতিক নেতারাও নেমেছেন এই কারবারে। উপজেলার অন্তত ১৫টি স্থানে
কৃষিজমির মাটিকাটা চলছে। জরিমানা, জব্দ কোনভাবেই থামানো যাচ্ছে না মাটি
কাটা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি এই অভিযান চালান। অভিযান
পরিচালনায় সহযোগিতা করেন লালমাই আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও লালমাই থানা
পুলিশ।
সহকারী কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা বলেন, ‘কৃষিজমিতে মাটি
কাটার খবর পেয়ে হাজতখোলা অভিযান পরিচালনা করে ট্রাক্টর জব্দ করা হয়। তিনি
আরও জানান উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
