নারী
ও শিশু অধিকার ফোরাম, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে সাবেক তিনবারের
সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা
জিয়া’র রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি ২০২৬ ইং, রবিবার, বাদ যোহর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী, সদস্য অ্যাডভোকেট দেওয়ান শামসুল হক, অ্যাডভোকেট টিপুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেহানার রহমান, সুফিয়া বেগম লীনাসহ নারী ও শিশু অধিকার ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
