কুমিল্লার
চৌদ্দগ্রামে সিংরাইশ যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাংপাই ফুটবল
একাদশ ট্রাইবেগারে ডাকরা ফুটবল একাদশ কে পরাজিতা করে চ্যাম্পিয়ন হয়।
রবিবার
(১১ই জানুয়ারি) হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুন্সিরহাট ইউনিয়ন সিংরাইশ
মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জাতীয় পার্টি
(কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ।
প্রধান অতিথি তার
বক্তব্যে বলেন আজকের এই খেলার মধ্য দিয়েই যুব সমাজের যারা বিভিন্নভাবে
খারাপ পথে চলে গেছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা সফল হবে। গত এক মাস
পূর্বে আমি এই গ্রামে এসেছিলাম, তখন যুব সমাজের কাছে আমার কমিটমেন্ট ছিল
মাদক মুক্ত পরিবেশে সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার । আজকে
সফলভাবে এ টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। এই
খেলার মধ্য দিয়ে আমাদের মাঝে জাতীয়তা, আত্মীয়তা, বন্ধুত্ব বোধ বজায় রাখতে
পারি তাহলে আমাদের এই চৌদ্দগ্রাম হবে কাজী জাফর আহমেদের রেখে যাওয়া
স্বপ্নের বাস্তবায়ন, চৌদ্দগ্রামের জনতা ঘরে তোল একতা রাখতে পারি।
বিশিষ্ট
ব্যবসায়ী এম এ মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়
পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লা চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক
মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ার, উপজেলা যুবসংহতির
আহবায়ক কাজী সহিদ, ডাকরা গ্রামের সমাজ সেবক জসীম উদ্দীন মুহুরী, ইউনিয়ন
জাতীয় পার্টির আহ্বায়ক নূরুল হক নুরু, জাতীয় পার্টির নতা আবদুল লতিফ,
টুর্নামেন্ট কমিটির আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মাসুম বিল্লাল রিপন,
সদস্য মিন্টু, বাচ্চু মিয়া, হিরন, কামরুল হাসান , মোহামমদ সুজন,মানিক মিয়া,
শাহিন আলম,ফয়সাল আহমমেদ, জুয়েল রানা , আবদুল হালিম, সফর আলী, শুভ,মানিক,
জাকির হোসেন, আসিফ মাহমুদ, সিপাত আহমেদ, জামাল হোসেন, হোসাইন আহমদ, আমির
েেহাসেন, মাওলানা ইউচুপ প্রমুখ।
