সোমবার ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২
একমাসে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ জনের প্রাণ
হত্যাকাণ্ডের ঘটনায় ৯ মামলা
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম আপডেট: ১২.০১.২০২৬ ২:০৮ এএম |



 একমাসে কুমিল্লার সড়কে  ঝরেছে ২২ জনের প্রাণ তানভীর দিপু।।
গত ডিসেম্বর মাসে কুমিল্লায় নয় টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭ টি এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ১১ টি। ডিসেম্বর মাসে অপমৃত্যুর ৫১ টি মামলা সহ জেলার সবকটি থানায় মোট ৪১৬ টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও গত মাসে জেলার বিভিন্ন মহাসড়কে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে বলেও তথ্য দেয়া হয়। 
১১ ই জানুয়ারি রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। 
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সেবাপ্রদানকারী অধিদপ্তর ও দপ্তরসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। 
আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশনা নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও জন গুরুত্বপূর্ণ সড়ক - মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের ব্যবস্থাপনা, নগরীতে অটো রিক্সা নিয়ন্ত্রণ, মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশি প্রতিরোধ ব্যবস্থা সচেষ্ট করা, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা, কেন্দ্র অনুযায়ী আনসার সদস্য মোতায়ন পরিসংখ্যান এবং সীমান্তে বিজিবি সতর্কতা সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 
সভায় সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সকল সংস্থা বাহিনী ও দপ্তর সমূহ কে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একমাসে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ জনের প্রাণ
কুমিল্লা নারী ও শিশু অধিকার ফোরাম, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
চুরি-দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের- হাসনাত আবদুল্লাহ
খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে - কাজী নাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
কাগজে-কলমে ওষুধ থাকলেও বাস্তবে নেই
সবাই সচেতন হলে এদেশে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না
লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি, ট্রাক্টর জব্দ
উদ্বোধন বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে- দ্বীন মোহাম্মাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২