কুমিল্লা জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজা হাসান, জেলা প্রশাসক ও
জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি খেলাধুলার মাধ্যমে
শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী
ও তাঁদের সন্তানদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের
প্রশংসা করেন।
জেলা প্রশাসন, কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত এ বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক ও ইভেন্টভিত্তিক খেলাধুলা
অন্তর্ভুক্ত রয়েছে। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই প্রতিযোগিতা
অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
