কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় দরবার শরীফ মাঠে
উৎসবমুখর পরিবেশে হিফজুল কোরআন প্রতিযোগিতা শনিবার সম্পন্ন হয়েছে। ‘মরহুম
হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই আয়োজন করা
হয়। প্রতিযোগিতার সমাপ্তিতে দুই ক্যাটাগরিতে সেরা ৬ জন বিজয়ীর হাতে
পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মেধার স্বীকৃতিস্বরূপ প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী বাকি সকল শিক্ষার্থীকেও ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত্বনা
পুরস্কার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে
এবং পল্লী চিকিৎসক জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী জুন্নুন বসরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা
বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা
অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন
ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা
প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বশির আহাম্মদ, আমেরিকা
প্রবাসী শাহিন সরকার, হাফেজ মাওলানা বেলাল হোসাইন ও সমাজ সেবক শহিদুল্লাহ
সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী কোরআনের
হাফেজদের দেশ ও জাতির সম্পদ হিসেবে অভিহিত করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে
এমন আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত
করেন।
