সোমবার ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২
৬০ হাজার টাকা করে স্কলারশিপ পেল কুবির ৬ শিক্ষার্থী
সাঈদ হাসান, কুবি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩০ এএম |


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছয়জন শিক্ষার্থীকে এক বছরের জন্য ৬০ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
রোববার (১১ জানুয়ারি) ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এই স্কলারশিপের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা এবং উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— গণিত বিভাগের তামান্না আক্তার, আইন বিভাগের হাবিবউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের ইহসানুল হক সাকিব, ম্যানেজমেন্ট বিভাগের মো. ইয়াসিন মিয়া, আইসিটি বিভাগের মো. আব্দুল্লাহ আল নোমান এবং ইংরেজি বিভাগের ওয়ালীউল্লাহ।
গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, “ফোবানা স্কলারশিপ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার পথে বড় সহায়তা হবে। আমি আশা করি, ভবিষ্যতেও যেন এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকে।”
সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা বলেন, শিক্ষা একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। ফোবানা সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংস্থাটির উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ফোবানার এই স্কলারশিপ কার্যক্রম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে। আমরা এটিকে আমাদের দায়িত্ব মনে করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও শিক্ষাবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ফোবানার সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একমাসে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ জনের প্রাণ
কুমিল্লা নারী ও শিশু অধিকার ফোরাম, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
চুরি-দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের- হাসনাত আবদুল্লাহ
খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে - কাজী নাহিদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
কাগজে-কলমে ওষুধ থাকলেও বাস্তবে নেই
সবাই সচেতন হলে এদেশে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না
লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি, ট্রাক্টর জব্দ
উদ্বোধন বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে- দ্বীন মোহাম্মাদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২