কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছয়জন শিক্ষার্থীকে এক বছরের
জন্য ৬০ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অব বাংলাদেশি
অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
রোববার (১১ জানুয়ারি)
ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ
সোলায়মানের সভাপতিত্বে এই স্কলারশিপের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত
ছিলেন সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা এবং উপদেষ্টা গোলাম ফারুক
ভূঁইয়া।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— গণিত বিভাগের তামান্না
আক্তার, আইন বিভাগের হাবিবউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের ইহসানুল হক সাকিব,
ম্যানেজমেন্ট বিভাগের মো. ইয়াসিন মিয়া, আইসিটি বিভাগের মো. আব্দুল্লাহ আল
নোমান এবং ইংরেজি বিভাগের ওয়ালীউল্লাহ।
গণিত বিভাগের শিক্ষার্থী
তামান্না আক্তার বলেন, “ফোবানা স্কলারশিপ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি
আমার উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার পথে বড় সহায়তা হবে। আমি আশা করি, ভবিষ্যতেও
যেন এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকে।”
সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান
রেহান রেজা বলেন, শিক্ষা একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। ফোবানা
সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
সংস্থাটির উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ফোবানার এই
স্কলারশিপ কার্যক্রম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা
জোগাবে। আমরা এটিকে আমাদের দায়িত্ব মনে করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও শিক্ষাবান্ধব কার্যক্রম গ্রহণ করা
হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ফোবানার
সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের জন্য নতুন
সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে
এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
