ইনকিলাব
মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে
কুমিল্লার মুরাদনগর। আজ রবিবার (১১ জানুয়ারি) ২০২৬ ইং বিকেলে ‘বিপ্লবী
ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয় পুরো
উপজেলা সদর। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
রাজপথে নেমে আসে শত শত ছাত্র-জনতা।
বিকালে মুরাদনগর ডি.আর হাই স্কুল মাঠ
থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এ সময়
আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিলজুড়ে তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন
বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ এবং ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’
স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম, ইমরান সরকার প্রমুখ। বক্তারা বলেন,
"হাদি
ভাইয়ের শাহাদাত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তিনি ছিলেন ভারতীয়
আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক। হাদি ভাই দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।"
তারা
বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রতি কড়া হুশিয়ারি দিয়ে বলেন, এই সরকারের
মেয়াদেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। খুনিদের দ্রুত গ্রেপ্তার করা
না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে
আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে
আরও উপস্থিত ছিলেন তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক
আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ
মুরাদনগরের সর্বস্তরের ছাত্র-জনতা।
সমাবেশ শেষে একটি বিশেষ মোনাজাতের
মাধ্যমে শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আন্দোলনের
পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
