‘মোরা
বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল’ এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লার
চান্দিনায় অনুষ্ঠিত হলো শিশুদের দিন ব্যাপী ফ্রি আর্ট ক্যাম্প।
শনিবার
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কণ্ঠসাধন নান্দনিক
স্কুলের আয়োজনে ও পেট্রা কোম্পানির সৌজন্যে ওই চিত্রাঙ্কন কর্মশালাটি হয়।
ওই আয়োজনে চান্দিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১২০জন শিক্ষার্থী
অংশ গ্রহণ করে।
কণ্ঠসাধন নান্দনিক স্কুলের অধ্যক্ষ আবৃত্তি শিল্পী
সারওয়ার নাঈম এর সভাপতিত্বে বক্তৃতা করেন চান্দিনা পৌর সেচ্ছাসেবক দলের
সাধারণ সম্পাদক ই.ম. শান্ত, পেট্রার চান্দিনা প্রতিনিধি সামিয়া হাসান।
প্রশিক্ষণ প্রদান করেন চিত্রশিল্পী সমীর দেবনাথ।
