
তামিম
ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে
‘রিজয়েন্ডার’ দিতে বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সামনের
বিসিবি সভাতেও ব্যাপারটি নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানালেন বোর্ড
প্রধান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির
আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সিলেট অঞ্চলের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’
টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
আমিনুল।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, তামিমকে নিয়ে মন্তব্য করার আগে ওই বিসিবি সভাপতির আরও সতর্ক হওয়া দরকার ছিল
“তিনি তার ব্যক্তিগত ফেইসবুক থেকে এটা লিখেছেন, তাকে আমরা বলেছি একটা রিজয়েন্ডার দেন।”
“তার
ওপরে আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তাকে
যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা লেখার আগে আমাদের
একটু চিন্তা করার দরকার ছিল, সম্মান করার দরকার ছিল।”
‘রিজয়েন্ডারের’ ধরন এখানে কেমন, সেটা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, “এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দরকার, বলেছি…।”
এটা দর্শানোর নোটিশ কি না, এই প্রশ্নে আমিনুল বলেন, ‘হ্যাঁ।’
বিসিবি সভাপতি জানান, সপ্তাহ দুয়েক পরে বোর্ডের পরিচালনা পর্ষদের সভাতেও ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে।
তিনি নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, ২৪ তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটি নিয়ে খেলামেলা আলোচনা করব।”
বিশ্বকাপে
খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এমনিতেই নানামুখী সঙ্কট ও অনিশ্চয়তায় আছে
বিসিবি। সেখানে বোর্ড পরিচালকদের লাগামহীন মন্তব বোর্ডের জন্য ‘উটকো
ঝামেলা’ কি না, এমন প্রশ্নও করা হয় তাকে। বিসিবি সভাপতি ‘নো কমেন্টস’ বলে
তা এড়িয়ে যান।
