প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৩০ এএম |

গত
১০ জানুয়ারি অলিম্পিয়াড এন্ড স্কিল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে "মেগা
ব্রেইনফেস্ট ১.০" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে
সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ইফতেখার
মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আনন্দধারা বিদ্যাপিঠের প্রধান শিক্ষিকা আফরোজা
হাসনাত।
প্রতিযোগিতায় সার্বিক সেরা পারফরম্যান্সকারী শিক্ষার্থী
পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ লাভ করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রায়
৪০ জন শিক্ষার্থী ক্রেস্ট ও এক্সিলেন্স সার্টিফিকেট পেয়ে পুরস্কৃত হন এবং
প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীই পেয়েছে সার্টিফিকেট।
আয়োজকরা
জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। ভবিষ্যতে আরও
বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানিয়েছেন।