বিপিএলে
নিজেদের সপ্তম ম্যাচে অনায়াস জয় পেয়েছে রাহশাহী ওয়ারিয়র্স। আজ রবিবার (১১
জানুয়ারি, ২০২৬) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের ছুড়ে
দেওয়া ১৭৯ রানের টার্গেট ১৯.১ ওভারেই ছুঁয়ে ফেলে রাজশাহী। আর সেটা সম্ভব
হয় উদ্বোধনী ব্যাটসম্যান মুহাম্মদ ওয়াসিম ও ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন
নাজমুল হোসেন শান্তর ব্যাটে।
রান তাড়া করতে নেমে ১৩ রানেই তানজিদ হাসান
তামিমের উইকেট হারায় রংপুর। সেখান থেকে ওয়াসিম ও শান্ত ১৪২ রানের জুটি গড়ে
দলের জয়ের ভিত গড়ে দেন। ১৫৫ রানের মাথায় শান্ত ফিরেন ৪২ বলে ৬টি চার ও ৪
ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে। ওয়াসিমকে অবশ্য আউট করা যায়নি। তিনি ৫৯ বলে
৭টি চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
রাজশাহীর
যে ২টি উইকেটের পতন হয়েছে তার দুটি নিয়েছেন আকিভ জাভেদ। দুটি উইকেট নিতে
চার ওভারে তাকে খরচ করতে হয়েছে ৪৩ রান। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৪ রান
দিয়ে নেন অপর উইকেটটি। ম্যাচসেরা হয়েছেন শান্ত।
তার আগে রংপুরের হয়ে
ব্যাট হাতে ঝড় তোলেন হৃদয় ও খুশদীল। হৃদয় ৫৬ বলে ৮টি চার ও ৬ ছক্কায় ৯৭
রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয়
সেঞ্চুরি মিস করেন তিনি। অন্যদিকে খুশদীল ঝড় তোলেন শেষ দিকে। তিনি ২৯ বলে
৪টি চার ও ৩ ছক্কায় করেন ৪৪ রান। এই দুইজনের বাইরে লিটন দাস ১১ ও ইফতিখার
আহমেদ করেন ৮ রান। তাতে রংপুরের সংগ্রহ ১৭৮ পর্যন্ত যায়।
বল হাতে রাজশাহীর তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জিমি নিসাম ও সন্দিপ লামিচানে ১টি করে উইকেট নেন।
এই
জয়ে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে
রাজশাহী। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে রংপুর আছে তৃতীয় স্থানে।
