রোববার ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি
রনি-সভাপতি, নাসির-সাধারণ সম্পাদক ও ইশতিয়াক-সাংগঠনিক সম্পাদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ এএম আপডেট: ১১.০১.২০২৬ ২:২১ এএম |

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল (০৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।
এছাড়া এখন টিভির মাসুদ আলমকে অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিনকে দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।
সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।
এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সবাই সচেতন হলে এদেশে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
কাগজে-কলমে ওষুধ থাকলেও বাস্তবে নেই
উদ্বোধন বেবিস্টেন্ডে চাঁদা বন্ধ হবে- দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা দারুস্সুন্নাত দ্বীনিয়া একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
‘দুর্ঘটনার আগে বাস চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়’
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন কুমিল্লার দুইজন, বাতিল ১
দগ্ধ ৪ জনের মৃত্যু
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২