কুমিল্লায়
হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে শীতার্ত ও দুস্থ
মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি হারুনুর রশীদ
ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক নাছির
আহমেদ মোল্লা, অফিস সম্পাদক অ্যাডভোকেট শামছুদ্দিন, নির্বাহী সদস্য ডা.
নাসির উদ্দিন মজুমদার ও আল আমিন হান। মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো.
ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সমাজের
অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ
ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
