রোববার ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫৭ এএম |

  বুড়িচংয়ে নেশার টাকা  না পেয়ে স্ত্রীকে হত্যা
নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে নির্যাতন চালিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে । এ ঘটনায় পর (৮ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে বুড়িচং থানায় পাষন্ড স্বামী ও শশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪), সে পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত. তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন। ঘাতক স্বামীর নাম দুলাল মিয়া রাজমিস্ত্রী (৩৭), সে একই এলকার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে।তাদের সংসারে রিফাত হোসেন (১৩),সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩) সহ এক ছেলে দুই মেয়ে রয়েছে।
সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া।ওই রাতে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া। পরে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর লিজার লাশ বাড়িতে আসলে পরিবার ও পূর্ণমতির গ্রামের মানুষের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। পরে জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে নিহত লিজার মা খুকি বেগম,নানা জমির উদ্দিন,বোন রহিমা আক্তার,বিনা আক্তার,রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা হত্যাকান্ডের সাথে জড়িত পাষন্ড স্বামী দুলাল মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ও শশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারের করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি
চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা শীর্ষক’ কর্মশালা
মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল
বুড়িচং মোকাম সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সহধর্মিণীর ইন্তেকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘দুর্ঘটনার আগে বাস চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়’
তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
দগ্ধ ৪ জনের মৃত্যু
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২