কুমিল্লা
দারুস্সুন্নাত দ্বীনিয়া একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠান শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক
হাফেজ মাওলানা ড. রুহুল আমিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সোলায়মান। বিশেষ অতিথি
ছিলেন অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানের
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একাডেমীর ডিরেক্টর ও নির্বাহী পরিষদের সদস্য
অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দীক। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মো. আব্দুল
হালিম। পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডিরেক্টর মাওলানা কাজী
মো. মাজহারুল ইসলাম। অভিভাবকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন
নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের। এছাড়াও অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বাজুস কুমিল্লার জেলার সেক্রেটারি ডিরেক্টর আলহাজ্ব তাজুল
ইসলাম মনা , ডিরেক্টর হাফেজ কবির আহমদ, ডিরেক্টর ডা. মিজানুর রহমান,
ডিরেক্টর মো. রাশেদুল ইসলাম, ডিরেক্টর কাজী মো. শরিফ, ডিরেক্টর আলহাজ্ব মো.
শাহ জালাল মাছুম ও মাওলানা মো. রাকিব উল্লাহসহ অন্যান্য গণ্যমান্য
ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা
হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও
আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
