বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩২ এএম |

সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এটি একটি দেশের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত। এ হামলা একদিকে যেমন একটি স্বাধীন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের লঙ্ঘন, তেমনি মহাশক্তিধর রাষ্ট্রের যা খুশি তাই করার বিপজ্জনক উদাহরণ হিসেবে মনে করা হয়। এর ফলে ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়বে এবং একপর্যায়ে তা গৃহযুদ্ধেও  রূপ নিতে পারে। যা লাতিন আমেরিকার ভূভাগে বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ভেনেজুয়েলার মার্কিন হামলায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ হামলায় চীন, রাশিয়া, কিউবা, মেক্সিকো, জার্মানি, ইরান, স্পেন, ইতালি, আর্জেন্টিনা, কলম্বিয়ার মতো দেশগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেত্রোকে সতর্ক করে ট্রাম্প বলেন, তার এখন নিজের চরকায় তেল দেওয়া উচিত। রাশিয়া মনে করে আলোচনার মাধ্যমে এ সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি। চীন বলছে, প্রকাশ্যে শক্তি প্রয়োগ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ব্রাজিল মনে করে এ কর্মকা- ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর মারাত্মক আঘাত। ভেনেজুয়েলার অস্থিরতা আঞ্চলিক প্রভাব ও উদ্বাস্তু সংকটের মাত্রা আরও বাড়িয়ে দেবে। এ পরিস্থিতি তেলের বাজারে প্রভাব পড়তে পারে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের শেষ নেই। যুক্তরাষ্ট্রের শত শত হাজার ভেনেজুয়েলান অভিবাসীর আগমন থেকে শুরু করে মাদকে ছেয়ে  যাওয়ার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেই দায়ী করে আসছিলেন ট্রাম্প। যদিও দেশটির প্রেসিডেন্ট এব অভিযোগ অস্বীকার করেছেন। এ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটছে, তা গত বছর থেকে স্পষ্ট ছিল। দেশটির আশপাশে মার্কিন সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন নৌযানে হামলা, তেলের ট্যাংকার জব্দের মতো ঘটনাও ঘটছিল। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছিলেন, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। এক সময় দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কিন্তু সময় গড়ালে আস্তাভাজন বন্ধু পরিণত হয় ভয়ংকর শত্রুতে।  যার অস্তিত্ব ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার ওপর এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন শুধু নিষেধাজ্ঞা ও রাজনৈতিক  চাপের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং প্রকাশ্য সামরিক শক্তি প্রদর্শনেও প্রস্তুত।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই বিশ্বের অন্তত সাতটি দেশে শক্তিশালী বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সর্বশেষ ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে মার্কিন প্রশাসন। তাদের সন্ত্রাসবিরোধী যুদ্ধ বা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে যে অভিযান পরিচালনা করতে দেখা যায়, এর মূলে রয়েছে পরোক্ষ উপনিবেশবাদ। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, তাদের এ নব্য উপনিবেশবাদী প্রচেষ্টা কখনো সফল হয়নি। ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ তারই ইঙ্গিত বহন করে। এসব অঞ্চলে এ নব্য উপনিবেশবাদীরা দীর্ঘস্থায়ী সংঘাত রক্তপাত ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল। পরবর্তীতে এসব অঞ্চল থেকে তাদের অপমানজনকভাবে সরে আসতেও হয়েছে।
মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে মাদক ও অস্ত্রের মামলায় বিচারের মুখোমুখি করা হবে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ আনা হলেও এ আগ্রাসনের উদ্দেশ্য ভেনেজুয়েলার শাসন পরিবর্তন এবং তেলের খনির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েই মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে, এটা একদম স্পষ্ট। জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখন থেকেই সোচ্চার হতে হবে। এসব নব্য উপনিবেশবাদের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় তুলতে হবে। বিশ্বের সব রাষ্ট্রের  উচিত স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে নগ্ন হস্তক্ষেপ বা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
চৌদ্দগ্রামে মাটির ট্রাক্টর চাপায় কিশোর নিহত
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় এন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করব-দ্বীন মোহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২