চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক্টর চাপায় খালিদ হোসেন(১৭) নামের
এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ
গ্রামের মৃত ছালেহ আহম্মেদের পুত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবগ্রাম-
মুন্সিরহাট সড়কের কনকপুর এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক
মোঃ রায়হান হোসেন।
জানা গেছে, খালিদ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে
মুন্সিরহাট বাজারে যাওয়ার সময় সিএনজি অটো রিকশার সাথে ধাক্কা লেগে সড়কে
ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর চাপা দিলে তার
পায়ের অংশে গুরতর আঘাতপ্রাপ্ত হয়। স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মহসিন বলেন, দুর্ঘটনায়
গুরুতর আহত খালিদ হোসেন নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু
হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ রায়হান হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
