কবির
হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে
মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মু.রেজা হাসান। আজ মঙ্গলবার (৬
জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।
এসময় কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন,
আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে করতে হবে এবং
এবারের নির্বাচন হবে বিগত নির্বাচনের চাইতে ব্যতিক্রম।এই নির্বাচনে কোন
প্রকার ম্যাসেজ নাই।ম্যাসেজ একটাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ
করতে হবে।
তিনি আরও বলেন একটি কেন্দ্র যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে
পুরো জেলার বদনাম হবে।সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন
করবো এবং গণভোটের বিষয়টি সকলকে উদ্ধুদ্ধ করবো।
এসময় উপস্থিত ছিলেন তিতাস
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি)
তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাক্তার সফরাজ হোসেন খান ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ
আরিফ হোসাইন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা
উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও শ্রেষ্ঠ ৫ জনের মাঝে পুরস্কার
বিতরণ করেন এবং গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের
মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন। এবং উপজেলা ভূমি অফিস ও তিতাস থানা
পরিদর্শন করেন জেলা প্রশাসক মু.রেজা হাসান।
