কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় কনকনে শীতে অসহায় ও শীতার্ত এতিম শিক্ষার্থীদের পাশে
দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মাহমুদা জাহানের উদ্যোগে উপজেলার একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে
শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে
ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কল্পাবাস জামিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে
এতিমখানার সকল শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম,
এতিমখানার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে
এতিম শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের প্রকাশ দেখা যায়।
জানা গেছে,
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মাহমুদা জাহান গত কয়েকদিন
ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এর আওতায় বিভিন্ন এতিমখানা, রেলস্টেশন এলাকার শীতার্ত ও ছিন্নমূল মানুষের
মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন, কনকনে শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ
প্রচ- কষ্টে দিন কাটাচ্ছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান ও
সক্ষম ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে এই শীতে অসহায় মানুষের কষ্ট অনেকটাই
লাঘব হবে।
