বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর
ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর উদ্যোগে এবং বাইউস্ট বিজনেস
ক্লাব-এর আয়োজনে ৬ ও ৭ জানুয়ারী দুই দিনব্যাপী “বিজনেস উইক ২০২৬” সফলভাবে
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।
শিক্ষার্থীদের
মধ্যে সৃজনশীলতা, পেশাদারিত্ব এবং বাস্তবমুখী ব্যবসায়িক দক্ষতা বিকাশের
লক্ষ্যে বিজনেস উইক ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতা, এসএমই প্রদর্শনী এবং
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাননীয়
উপাচার্য শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন পণ্য ও সেবা সংবলিত স্টল
পরিদর্শন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপাচার্য বিভিন্ন
প্রতিযোগিতামূলক সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তিনি তাঁর বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য
দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি
এক্সপার্ট ও একাডেমিশিয়ানদের সঙ্গে "পাওয়ার টকস"-এ অংশগ্রহণের সুযোগ লাভ
করে, যা তাদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন
ব্যবসায় অনুষদের-এর ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান। অনুষ্ঠানের সমাপনী
পর্বে ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান ও বাইউস্ট বিজনেস ক্লাবের উপদেষ্টা
সহযোগী অধ্যাপক ড. ফাতেমা জোহরা, উপস্থিত সকল সম্মানিত অতিথি,
শিক্ষকবৃন্দ, স্পন্সর ও টাইটেল স্পন্সর-অঈঞ ঊফঁপধঃরড়হ ধহফ ঠরংধ ঈড়হংঁষঃধহঃ,
ঋধপব ঃযব চবড়ঢ়ষব, ঝঊখ, গঁংঢ়ধহধ, জবমবহ অপধফবসরধ, ঝশরহহড়, গড়লড়, উড়ঃ ওঃ এবং
জধরহফৎড়ঢ়-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক
সমাপ্তি ঘোষণা করেন।
