বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
চৌদ্দগ্রামে প্রধান শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩২ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মানান মোল্লাকে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় হলরুমে সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে অনাড়ম্বর বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ইন্সটাক্টর মোস্তফা কামাল, সাবেক সহকারী শিক্ষা অফিসার আ.ন.ম মাছুম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিন, আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, মোশাররফ হোসেন।
 বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুস সহিদ চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাওলা, সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলছুমে নাহার, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান জান্নাতুল ফেরদৌস, সাজেদা আকতার, ফারভীন সুলতানা, নুরুর নাহার , সহকারী শিক্ষক খায়রুল ইসলাম মুন্না, কাজী জহির, নজরুল ইসলাম৷ সাইফুল ইসলাম গাজি, ছালেহা বেগম, আলমগীর হোসেন, নাছিমা আকতার ,অভিভাবক ফারুক সুলতান, জসিম উদ্দিন, আকলিমা বেগম, আলেয়া আকতার, ফিরোজা বেগম। 
উল্লেখ্য, শিক্ষক আবদুল মান্নান মোল্লা ১৯৮৭ সালে উপজেলা বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে বিজয়করা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাল্গুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯১ সালে সারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। একই বছর তিনি বাতিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে থেকে ২০২৫ সাল ডিসেম্বর পর্যন্ত পৌরসভার ফাল্গুনকরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
চৌদ্দগ্রামে মাটির ট্রাক্টর চাপায় কিশোর নিহত
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় এন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করব-দ্বীন মোহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২