বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
শাহরাস্তিতে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
আগামীর বাংলাদেশে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের কোনো স্থান হবে না
মোঃ জামাল হোসেন, শাহরাস্তি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ এএম |



আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের কোনো স্থান থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইতিহাসের শ্রেষ্ঠ ও একটি স্মরণীয় নির্বাচন উপহার দিতে চাঁদপুর জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
জেলা প্রশাসক বলেন, “চব্বিশের ৫ আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে—আগামীর বাংলাদেশে অন্যায় ও অবিচারের ঠাঁই নেই। নির্বাচন নিয়ে অতীতের কোনো অনাকাঙ্ক্ষিত আলোচনা শুনতে চাই না। নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে; এতে কারো সন্দেহ থাকার অবকাশ নেই।”
তিনি আরও বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের গঠনমূলক মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে, যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ এবং চব্বিশের ৫ আগস্টে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক সংক্রান্ত তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আরও বলেন, শুধু পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায়। সাধারণ জনগণ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে অপরাধের মাত্রা আরও কমে আসবে।
জেলা প্রশাসকের পরামর্শে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ন কবির, ব্যবসায়ীদের পক্ষে আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজী হুমায়ন কবির, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল, এনসিপির প্রতিনিধি আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষে সহকারী অধ্যাপক মাওলানা কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
চৌদ্দগ্রামে মাটির ট্রাক্টর চাপায় কিশোর নিহত
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় এন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করব-দ্বীন মোহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২