
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: আগামী নির্বাচনে জনগণের আকাঙ্খা পূরণ হবে বলে মন্তব্য করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ
তাহের। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্খা ছিল
ইসলামী দলগুলোকে ক্ষমতা দেয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্খা পূরণ হয়নি। গত
বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদীকে খুন
করেছে সন্ত্রাসীরা। হাদীর হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত
বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়।
এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি শুক্রবার বিকেলে
চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
পৌরসভার
নির্বাচনী পরিচালক ও উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি
সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন,
পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন
পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের এডভোকেট আল
মামুন রাসেল প্রমুখ।
