
গতকাল
২ জানুয়ারি দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬
নং জগন্নাথপুর ইউনিয়নস্থ উত্তর কালিকাপুর গ্রামের আমেরিকান প্রবাসী জনাব,
আনোয়ার রহমান কাজী সাহেবের সহযোগীতায়, ভূটুয়া কমলপুর হাসমতেরনেছা বালিকা
উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার সরকারি ও বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের
বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় তিন শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত
রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে
ডায়াবেট্কিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের
মাধ্যমে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন এবং
স্বাস্থ্য বিষয়ক উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ
সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দি কাজী ফাউন্ডেশন এর সহ- সভাপতি
ডাঃ এ. কে. এম আব্দুস সেলিম। উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রমটিতে চিকিৎসা
সেবা প্রদান করেন ডাঃ এ. কে. এম আব্দুস সেলিম, ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ
মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন,
ডাঃ ফারহানা ইয়াসমিন। সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া
ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি) এবং
সহযোগী হিসেবে ছিলেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও অন্যান্য
সদস্য শিরিন, শামছুন নাহার, এমি, পান্না, আবু হাসান, হাসান, জয়দুল।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে এলাকার উপকারভোগী জনগন ধন্যবাদ জ্ঞাপন করেন।
