
বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, দেশের সব বিভাগে হবে বিসিবির
আঞ্চলিক অফিস। সেই কথা এবার বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। যার শুরুটা হতে
যাচ্ছে সিলেট বিভাগ দিয়ে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি (শনিবার)
উদ্বোধন হবে বিসিবির প্রথম আঞ্চলিক অফিস। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত
করেছেন বিসিবির সিলেট বিভাগের পরিচালক রাহাত শামস।
আগামী শনিবার উদ্বোধন
হবে বিসিবির এই আঞ্চলিক অফিস। উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি
আমিনুল ইসলাম বুলবুল। এ প্রসঙ্গে রাহাত বলছিলেন, 'উদ্বোধনী প্রোগ্রামটা
একদম ছোট আকারে হবে। কোনো বড় কিছু না, ১৫০ থেকে ২০০ লোকের সমাগম হবে।'
'বিসিবি
সভাপতি উদ্বোধন করবেন এবং একটা প্রেজেন্টেশন দিবেন। আর মাঠের এখানে একটা
অফিস থাকবে। অফিসটা দুটো রুম নিয়ে হবে। একজন হেড অব ক্রিকেট থাকবে। উপজেলা
লেভেল বা ইউনিয়ন থেকে ক্রিকেটার আনাই তার মূল লক্ষ্য থাকবে।'
'প্লেয়ার,
কোচ, তাদের কোয়ালিটি বা ভালো আপডেট করার জন্যই এটা থাকবে। এখানে ক্রিকেট
বোর্ডের মাধ্যমে হবে সবকিছু। এখন যেমন ভেন্যু ম্যানেজার আছে, আরো একজন
রয়েছে ডিভিশনাল কোচরা। জেলা কোচ রয়েছেন। আর হেড অব ক্রিকেট যেটা সেটা
নিয়োগের মাধ্যমেই হবে। বিজ্ঞাপন দেয়া হবে তারপর, এ ছাড়া তাকে বেতনের
মাধ্যমে নিয়োগ করা হবে।'
