বিএনপি
চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
শোকাহত কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি নেতা-কর্মীরা। প্রিয় নেত্রীর
রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।
বুধবার (৩১
ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে
দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ
প্রখ্যাত আলেম মাও. আব্দুল বাতেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই দিন
সন্ধ্যায় মাইজখার ইউনিয়ন বিএনপি কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ ও দেশের
মানুষের প্রতি অকৃতিম ভালবাসার কথা তুলে ধরে বক্তৃতা করেন বিএনপি নেতা
মোয়াজ্জেম হোসেন ভূইয়া, যুবদল নেতা আলী আশরাফ, প্রভাষক ফারুক আল মামুন,
খোরশেদ আলম, সোলাইমান মাজহারী, আব্দুর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল হালিম,
মাও. মাহফুজুর রহমান প্রমুখ।
তারা বলেন- আমরা বিএনপি নেতা সাবেক
প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর নির্দেশে গতকাল থেকে আমরা বিভিন্ন মসজিদে
নামাজের পর আমাদের নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যাতে
বেহেস্তের সর্বোচ্চ স্থান দেন। নেতৃত্বে সংকট সম্পর্কে তারা আরও বলেন-
যদিও আপোষহীন এই নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় তারপরও দলটির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের উপরই আস্থা রাখছেন নেতা-কর্মীরা।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আপোষহীন এই নেত্রীর চিরবিদায়ে গভীর সমবেদনা প্রকাশ করেছে সাধারণ মানুষও।
