বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২
চান্দিনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:২০ এএম |



বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি নেতা-কর্মীরা। প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম মাও. আব্দুল বাতেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই দিন সন্ধ্যায় মাইজখার ইউনিয়ন বিএনপি কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ ও দেশের মানুষের প্রতি অকৃতিম ভালবাসার কথা তুলে ধরে বক্তৃতা করেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, যুবদল নেতা আলী আশরাফ, প্রভাষক ফারুক আল মামুন, খোরশেদ আলম, সোলাইমান মাজহারী, আব্দুর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল হালিম, মাও. মাহফুজুর রহমান প্রমুখ।
তারা বলেন- আমরা বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর নির্দেশে গতকাল থেকে আমরা বিভিন্ন মসজিদে নামাজের পর আমাদের নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যাতে বেহেস্তের সর্বোচ্চ স্থান দেন। নেতৃত্বে সংকট সম্পর্কে তারা আরও বলেন- যদিও আপোষহীন এই নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় তারপরও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরই আস্থা রাখছেন নেতা-কর্মীরা।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আপোষহীন এই নেত্রীর চিরবিদায়ে গভীর সমবেদনা প্রকাশ করেছে সাধারণ মানুষও।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না : নজরুল ইসলাম খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার জীবনাবসান
কুমিল্লাকে আধুনিক শহরে রূপান্তর করারস্বপ্ন ছিলো বেগম খালেদা জিয়ার
মুরাদনগরে মাওলানা আব্দুল কাইয়ুমের মনোনয়নপত্র দাখিল
বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক-ডা: তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২