কুমিল্লা-৩ মুরাদনগর আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে
একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক
সম্মেলনে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
তিনি
বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমার জনসমর্থন ও জনপ্রিয়তা দেখে একটি
মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অপপ্রচার ও অপতথ্য
ছড়িয়ে আসছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি আমার বিরুদ্ধে এক নারী জমি সংক্রান্ত
বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন মিথ্যা তথ্য দেন। যে বন্ধন ফুড
এন্ড বেভারেজ লিমিটেড-এর কোম্পানি ও জমি লেনদেন নিয়ে অভিযোগ তুলেছেন এক
নারী সেটি আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রার, বোর্ড রেজুলেশন এবং
পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মালিকানা হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে
পত্রিকা ও নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল।
তিনি বলেন, বৈধ লেনদেনকে
বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সত্যের সঙ্গে মেলে না। নির্বাচনী
সময় হঠাৎ করে এসব অভিযোগ মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ
করার প্রচেষ্টা ছাড়া কিছু নয়। আমার কাছে সবকিছুর ডকুমেন্ট আছে। এ বিষয়ে আমি
দ্রুতই আইনের আশ্রয় নিবো।
এসময় ইউসুফ হাকিম সোহেলের আইনজীবী হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
