বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২
১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম |



শীতের তীব্রতায় কাঁপছে দেশের মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) দেশে ১৯ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে ঢাকা, দিনাজপুরসহ দেশের বেশকিছু এলাকায় আজ দুপুরের দিকে সূর্য উঠেছে। এতে করে তাপমাত্রা কম থাকলেও কনকনের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই মূলত শীতের অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। এই তাপমাত্রার ব্যবধান যত কম হয় শীতের অনুভূতি তত তীব্র হয়। চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সবচেয়ে কম তাপমাত্রা।
এর পরের অবস্থানে রয়েছে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা।
১০ এবং ১০ এর নিচে থাকা তাপমাত্রার জেলাগুলো হচ্ছে যশোরের ৭ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৮, রাজশাহীতে ৮.৪, ভোলা ও খুলনায় ৮ দশমিক ৫, খেপুপাড়া ও   মাদারীপুরে ৯, বরিশালে ৯ দশমিক ১, ঈশ্বরদীতে ৯ দশমিক ২, সাতক্ষীরায় ৯ দশমিক ৪, রামগতিতে ৯ দশমিক ৫, কুমারখালীতে ৯ দশমিক ৮, কয়রা ও বাঘা বাড়িতে ১০, পটুয়াখালী, মোংলা, হাতিয়া ও ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হয় তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমা যায় তখন তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না : নজরুল ইসলাম খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার জীবনাবসান
কুমিল্লাকে আধুনিক শহরে রূপান্তর করারস্বপ্ন ছিলো বেগম খালেদা জিয়ার
মুরাদনগরে মাওলানা আব্দুল কাইয়ুমের মনোনয়নপত্র দাখিল
বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক-ডা: তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২