
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাউদকান্দিতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা
জেলা তথ্য অফিসের আয়োজনে ২৯ ডিসেম্বর সোমবার সকালে দাউদকান্দির সুন্দলপুর
ইউনিয়নের চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান
বৈঠকে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটে ভোটারদের
সচেতন অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণ নির্বাচনী
পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উপজেলার সুন্দলপুর ইউপি মাঠে
টেন মিনিটস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ
নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রানজিত সরকার,
চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: হাসান ইমামসহ
অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
