নিজস্ব প্রতিবেদক:
বরুড়া
উপজেলার ১০ নং উত্তর শীলমুড়ী ইউনিয়নের জয়কামতা গ্রামের মরহুম খন্দকার
আনোয়ার উল্লাহ প্রকাশ আনামিয়া (বড় হুজুর) ও তাঁর সহধর্মিণী মরহুমা সৈয়দা
রোকেয়া বেগমের নামে প্রতিষ্ঠিত রোকেয়া আনোয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে তিনটি
ইউনিয়নের ২৫টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের
মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৭ ডিসেম্বর) বরুড়া
উপজেলার শীলমুড়ী ইউনিয়নের জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ
মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি
উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান
বাংলাদেশের সিইও ড. আবু ইউছুফ। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ
সুপ্রিমকোর্টের এডভোকেট ও লমেটিক ইউকের সলিসিটরস ব্যারিস্টার ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার মুহাদ্দিস
ড. কামরুল হাসান।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রোকেয়া
আনোয়ার ফাউন্ডেশনের সিইও প্রফেসর খন্দকার এ বি এম কবির উদ্দিন। তিনি বলেন,
“মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতে
আরও বিস্তৃত পরিসরে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।”
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন রোকেয়া আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার কামরুল
হাসান টিপু। তিনি বলেন, মরহুম বড় হুজুর ও সৈয়দা রোকেয়া বেগম আজীবন শিক্ষা ও
মানবকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁদের স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশন
সমাজের পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন রোকেয়া আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক কে এম আলমগীর হোসাইন।
শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয় এবং
দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
