সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতেকুমিল্লায় ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ২৯.১২.২০২৫ ১:৪০ এএম |


  শরিফ ওসমান হাদি হত্যার  বিচার দাবিতেকুমিল্লায় ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুমিল্লায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে কুমিল্লা ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের কুমিল্লা মহানগর আহবায়ক গোলাম সামদানি এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে নগরীর পূবালি চত্ত্বরে এ কর্মসূচি পালন শুরু করা হয়।এদিকে দুপুর থেকেই পূবালি চত্ত্বর এলাকায় অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও সমর্থকরা। অবরোধ চলাকালে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়।
এদিকে, বিক্ষোভকারীদেরহাতে বাংলাদেশী পতাকা, মুখে স্লোগানে প্রকম্পিত হয়ে পড়ে পুরো কান্দিরপাড় এলাকা। তাদের শ্লোগান দিতে দেখা গেছে, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ‘তুমি কে আমি কে হাদি হাদি’ইত্যাদি। 
কর্মসূচিতে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তিনি অন্যায়, অনিয়ম ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার হত্যার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। 
ইনকিলাব মঞ্চের কুমিল্লা মহানগর আহবায়ক গোলাম সামদানী বলেন, “ঘটনার ১৬দিন পার হয়ে গেলেও এখনো হত্যার মূল হোতারা গ্রেপ্তার হয়নি। এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা মনে করি, এ বিষয়ে প্রশাসনের গড়িমসি জনগণের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।”
বক্তব্যে কুমিল্লা এবি পার্টির আহবায়ক মিয়া মোহাম্মদ তৌফিকবলেন, “এটি শুধু একটি ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে সমাজ আরও অনিরাপদ হয়ে উঠবে।”বক্তারা আরও বলেন, নিহত শরিফ ওসমান হাদির পরিবার ন্যায়বিচারের আশায় দিন গুনছে। কিন্তু বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
কর্মসূচি থেকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা।ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, আমরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না, রাজপথ ছাড়ব না।
আরওবক্তব্য রাখেন,এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান,ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মো. হান্নান রাহিম, সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান প্রমুখ। 
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাযের পররিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  নেয়া হয়। পরবর্তীকালে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। পরে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
 



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনায় খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেলেন সোলায়মান খান
চান্দিনার দোল্লাই নোয়াবপুর উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে পুনর্মিলনী
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মুরাদনগরে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র দাখিল
কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
শীতার্তদের পাশে ইউএনও তাহমিনা মিতু
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২