বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ এএম |

সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে
দেশে উচ্চমূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে চলতে থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বছর ধরে উচ্চ সুদহারের কারণে ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে। মূল্যস্ফীতি না কমায় ছোট উদ্যোক্তারা বেশি চাপে রয়েছেন। সম্প্রতি বাজার পর্যালোচনা করে দেখা যায়, বছরের ব্যবধানে পেঁয়াজ, সয়াবিন তেল, ডাল, মাছসহ বহু পণ্যের দাম বেড়েছে। অধিকাংশ সবজির দামও বাড়তি। ফলে মূল্যস্ফীতিও পিছু ছাড়েনি। নভেম্বর মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। বৈশ্বিক কারণে যতটা না বেড়েছে বাজারের অব্যবস্থাপনার কারণে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে ভোগ্যপণের দাম কমলেও দেশে সিন্ডিকেটের জালে আটকা থাকছে বাজার। ফলে সুফল পাচ্ছেন না ভোক্তারা। সাধারণ মানুষ মূল্যস্ফীতির ধারণা অতটা না পেলেও দ্রব্যের দাম বুঝতে পারে। বাজারে দ্রব্যের দাম বেড়ে গেলে হইচই পড়ে যায়। যেমন হঠাৎ করে সিন্ডিকেট চক্র কয়েক দিনেই পেঁয়াজের দাম বাড়িয়ে কেজিতে ১৬০ টাকায় নিয়ে যায়। অবশেষে সরকার বাধ্য হয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। তার পরও বাজারে এই দাম কমার প্রভাব নেই। এমনকি ভোজ্য তেলের বাজারেও অস্থির অবস্থা। অর্থাৎ বাজারে কারসাজি করে কৃত্রিম দাম উঠিয়ে দেওয়া হয়। পরে সরকারের উদ্যোগে কমলেও দাম ততটা সহনীয় পর্যায়ে পৌঁছেনি। পেঁয়াজের দাম বাড়ানো তার বাস্তব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগিতার পরিবেশ রাখা হলে সিন্ডিকেট চক্র কৃত্রিমভাবে দাম বাড়াতে পারবে না। তখন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামানো যাবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর চ্যালেঞ্জ হিসেবে নেন। তিনি সংকোচনমূলক মুদ্রানীতির ঘোষণা করেন। তার পরও এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কয়েক মাস ধরে এটা ৮ শতাংশের ওপরে রয়েছে। গত মাসেও মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে ঠেকেছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতেও বেড়েছে। গ্রাম ও শহরে সব জায়গায় বেড়েছে মূল্যস্ফীতি। আয়বৈষম্য প্রকট হয়েছে। বহু সাধারণ মানুষের জীবনমানের অবনমন হয়েছে। তাই আমাদের অগ্রাধিকার দিয়ে মূল্যস্ফীতির হারকে কমাতে হবে। যাতে মানুষের আয় বৃদ্ধির হার মূল্যস্ফীতির ওপরের দিকে থাকে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি থেকে বের হতে হলে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। প্রথমত, অবশ্যই খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে হবে। সরবরাহ ও চাহিদার পার্থক্য কমাতে হবে। উৎপাদন ও সরবরাহব্যবস্থা যাতে ঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে সরকারকে। মজুতদারি যাতে না হয়, বাজারে যারা মধ্যবর্তী পর্যায়ে থাকে তাদের দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ভোক্তার স্বার্থকে মূল্যায়ন করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবহনে যে চাঁদাবাজি হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের দেশে দ্রব্যের দাম নির্ধারণ করতে হবে। ব্যাংকের সুদহারও কমাতে হবে। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা যাতে সঠিকভাবে হয়, সেটিও সুনিশ্চিত করতে হবে। বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে, যাতে কৃত্রিমভাবে কারসাজি করে কেউ দাম বাড়াতে না পারে। ভোক্তাপর্যায়ে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মূল্যস্ফীতি কমানোর জন্যজোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশা করছি, সরকার মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যে অচিরেই বাজার অব্যবস্থাপনা নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছেন দেড় লক্ষাধিক নেতা-কর্মী
কুমিল্লা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন আজ
ফাজিল স্নাতক পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে স্বপ্নে অটল আরশাদুল
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
আড্ডার ঘরে রক্তের দাগ
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
কুমিল্লায় বিএনপিতে যোগদানের পরদিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২