নিজস্ব
প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে
কুমিল্লা নগরীতে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম চলমান
রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার টানা নবম দিনের মতো এ
অভিযান পরিচালিত হচ্ছে।
সকাল থেকে নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ, রানির
বাজার, ধর্মপুর চৌমুহনীসহ কুমিল্লা কেন্দ্রীয় রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন
গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাজুড়ে পোস্টার-ব্যানার অপসারণে কাজ করছেন সিটি
কর্পোরেশনের কর্মীরা। রাস্তার লাইটপোস্ট, দেয়াল ও বিলবোর্ডে টাঙানো অবৈধ
পোস্টার খুলে নেওয়া হচ্ছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর
নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা দেয়
নির্বাচন কমিশন। যদিও এর আগে কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার সরালেও
নগরীর অধিকাংশ এলাকায় তা থেকে যায়।
নগরী পরিচ্ছন্ন ও আচরণবিধি
বাস্তবায়নে সিটি কর্পোরেশন এই অভিযান জোরদার করেছে বলে জানান সংশ্লিষ্ট
কর্মকর্তারা। তারা জানান, নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
